Featured

আমাদের এক ধূমকেতু ছিল

তিনি শিব্বির আহমাদ মাহবুর র. একজন সাদাসিদে মুখলিস দ্বীনদরদি মহান বুযুর্গ ছিলেন।কিন্ত তিনি ছিলেন প্রচারবিমুখ,নিভৃতচারী এক পুরুষ।যুগের বায়েজিদ বোস্তামির খেতাবে ভূষিত হন তিনি।শুধুই একজন আলেমই ছিলেননা বরং সফল বিজ্ঞানিও ছিলেন।কিন্ত পরিতাপের বিষয় হল,তৎকালীন ক্ষমতাসীন সরকারের নিষেধাজ্ঞায় বৈজ্ঞানিক সেই কাজটি সফলতার মুখ দেখতে পারেনি বিশ্ববাসী। যার অভাবটুকু আজও আমরা অনুভব করছি।ক্ষণজন্মা এ-ই মনীষী একাধারে লেখক,গবেষক,শাইখুল হাদিসসহ ভিবিন্ন বিষয়ে সমান পারদর্শী ছিলেন।বলা যায় বহুমাত্রিক এক পুরুষ।যার তুলনা বিরল।তিনি আমৃত্যু একটানা ১৫বছর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের শিক্ষাসচিবের পদ অলংকৃত করে গেছেন। তাঁর শূণ্যতা পূরণ হবার নয়।আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফবরদাউস দান করুন।আমিন।

আমাদের এক ধূমকেতু ছিল

তিনি শিব্বির আহমাদ মাহবুর র. একজন সাদাসিদে মুখলিস দ্বীনদরদি মহান বুযুর্গ ছিলেন।কিন্ত তিনি ছিলেন প্রচারবিমুখ,নিভৃতচারী এক পুরুষ।যুগের বায়েজিদ বোস্তামির খেতাবে ভূষিত হন তিনি।শুধুই একজন আলেমই ছিলেননা বরং সফল বিজ্ঞানিও ছিলেন।কিন্ত পরিতাপের বিষয় হল,তৎকালীন ক্ষমতাসীন সরকারের নিষেধাজ্ঞায় বৈজ্ঞানিক সেই কাজটি সফলতার মুখ দেখতে পারেনি বিশ্ববাসী। যার অভাবটুকু আজও আমরা অনুভব করছি।ক্ষণজন্মা এ-ই মনীষী একাধারে লেখক,গবেষক,শাইখুল হাদিসসহ ভিবিন্ন বিষয়ে সমান পারদর্শী ছিলেন।বলা যায় বহুমাত্রিক এক পুরুষ।যার তুলনা বিরল।তিনি আমৃত্যু একটানা ১৫বছর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের শিক্ষাসচিবের পদ অলংকৃত করে গেছেন। তাঁর শূণ্যতা পূরণ হবার নয়।আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফবরদাউস দান করুন।আমিন।

Design a site like this with WordPress.com
Get started